এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় এতিম শিশুদের দেওয়া হলো শিক্ষাসামগ্রী
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় এতিম শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নে কুমরী এলাকায় সরকারি শিশু সদনে শিশু পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজন উদযাপিত হয় শুভক্ষণ। এতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে এনটিভির ২১ বছরে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
এনটিভির নেত্রকোনা স্টাফ রিপোর্টার ভজন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা প্রেসক্লাব সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, আমেরিকা প্রবাসী আবুখান বিঠু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল খালেক প্রমুখ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেন, ‘সংবাদ একটি জাতির মানদণ্ড তুলে ধরে। প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছেন। এনটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান মানুষকে আকর্ষণ করে, বিশেষ করে এনটিভি বৈচিত্রপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য মানুষের মৌলিক অধিকার বিষয়ে তথ্য তুলে ধরে।’
আশরাফ আলী খান খসরু বলেন, ‘এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও দেশের বাইরে মানুষের মন জয় করে নিয়েছে। সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এনটিভি জনপ্রত্যাশা পূরণে সফলতা অর্জন করেছে। আগামীতেও এই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’