এডিস মশার লার্ভা থাকায় দক্ষিণ সিটির অভিযানে ২৩ স্থাপনাকে জরিমানা
এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ স্থাপনাকে তিন লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) করপোরেশনের আওতাধীন কলাবাগান, লেক সার্কাস, মতিঝিল, ফকিরাপুল, লালবাগ, ইমামগঞ্জ, চাম্পাতলী, ওয়ারী, খিলগাঁও, মান্ডা ও ডেমরা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান ও লেক সার্কাস এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় 'এনভয় টাওয়ার' ও 'আকাঙ্ক্ষা সবুরন টাওয়ার' এর বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় এনভয় টাওয়ারের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার মো. আব্দুল মজিদকে এক লাখ টাকা এবং আকাঙ্ক্ষা সবুরন টাওয়ারের তত্ত্বাবধায়ক মো. সিরাজুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেন।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৯ নম্বর ওয়ার্ডের মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় দুটি স্থাপনায় মশার লার্ভা পায় এবং একটি স্থাপনার মালিকের বিরুদ্ধে এক মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৫ নম্বর ওয়ার্ডের লালবাগ এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় মেট্রো প্রোপার্টিজের নির্মাণাধীন ভবনসহ মোট তিনটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পায়। এ সময় মেট্রো প্রোপার্টিজের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা এবং বাকী দুটি ভবনের প্রত্যেক প্রতিনিধিকে ২০ হাজার করে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করেন। চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩০ নম্বর ওয়ার্ডের ইমামগঞ্জ ও চম্পাতলী এলাকায় অভিযান পরিচালনা করেন এবং চারটি স্থাপনায় মশার লার্ভা পান। আদালত এ সময় তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়ারী এলাকায় ২৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডের ডেমরা ও খিলগাঁও এলাকায় ৪৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।
সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭১ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং আটটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় আট মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শেখদি এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বৃহস্পতিবারের অভিযানে সর্বমোট ২৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ২৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় সর্বমোট ৩ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে করপোরেশনের আওতাধীন এলাকার ৭৬ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সচিবালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ কার্যালয়, মসজিদ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মার্কেট ইত্যাদি স্থান ও স্থাপনায় এই বিশেষ চিরুনি অভিযানের ব্যাপ্তি বাড়ানো হয়।