সীমান্তে মাটির নিচ থেকে মূল্যবান মূর্তি উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তের একটি বাড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে সীমান্তের চেংগ্রামের বেলায়েত হোসেনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। বিজিবি দাবি করেছে, এটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।
এ ঘটনায় আটক বাছিয়া বেগম (৪৫) বেলায়েত হোসেনের স্ত্রী।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অপস অফিসার মেজর এম আশরাফ আলী জানান, ভারতে মূর্তি পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে বিজিবির একটি দল বেলায়েতের বাড়িতে অভিযান চালায়। ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তির মাথা উদ্ধার করা হয়।
এর মূল্য প্রায় ১০ কোটি টাকা। একটি সংঘবদ্ধ পাচারকারী দল মূর্তিটি ভারতে পাচারের জন্য বাড়িতে এনে রাখে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলায়েতকে না পেয়ে তাঁর স্ত্রী বাছিয়া বেগমকে আটক করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা।