যুব সংহতি নেতা রফিক হত্যার ঘটনায় দুই ভাই রিমান্ডে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতীয় যুব সংহতি নেতা রফিক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আটক দুই সহোদরকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) কাজী জিয়াউদ্দিন জানান, এ মামলার আসামি আবদুল জাহির মোল্লা ও তাঁর ভাই আবুল কালামকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
এসআই আরো জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আসামিদের কাছ থেকে কী তথ্য পাওয়া গেল তা সাতদিনের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতির নেতা রফিক মিয়া গত শনিবার নিখোঁজ হন। পরের দিন রোববার সকালে তাঁর চার টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাস্তা নিয়ে বিবাদের জের ধরে রফিককে হত্যা করা হয়েছে।