দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গুচ্ছগ্রামের নাউয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ (১০) কৃষক মো. হামিদুলের ছেলে। তার লাশ দাফন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হামিদুলের বাড়িতে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়লে একটি ঘরে আটকা পড়ে আরিফ। এতে আগুনে দগ্ধ হয়ে সে নিহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ অগ্নিকাণ্ডে কী ধরনের এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে - এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত তা জানা যায়নি।