চার শিশু হত্যায় সালেহ আহমেদ রিমান্ডে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আলোচিত চার শিশু হত্যার ঘটনায় আসামি সালেহ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে সালেহ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলম তাঁকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ ফেব্রুয়ারি সালেহ আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আজ আদালত তাঁর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রামের অদূরে বালিমাটিতে পুতে রাখা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা হলো বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)।
চাঞ্চল্যকর এ মামলায় এখন পর্যন্ত চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এঁরা হলেন হত্যা মামলার মূল আসামি আবদুল আলী বাগালের দুই ছেলে রুবেল ও জুয়েল এবং আরজু ও শাহেদ।