সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের লেভেল ৪-এর শেষ বর্ষের ছাত্রী রহিম আক্তার রিমি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের উপকণ্ঠ গোপালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহর থেকে একটি ইজিবাইকে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রহিমা আক্তার রিমা ও একই বিভাগের সেমিস্টার ২-এর শেষ বর্ষের ছাত্র সজীব বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রিমি নিহত হন।
আহত অবস্থায় সজীব ও ইজিবাইকচালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
নিহত রিমির বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ও সজীবের বাড়ি ঢাকায়। ইজিবাইকচালকের নাম জানা যায়নি।
দিনাজপুর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আজ দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক শেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে বাস থেকে ছিটকে পড়ে চালকের সহকারী টিটু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
অপরদিকে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মেহেরুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে ঘোড়াঘাটের নিতাই সাহা মোড় এলাকায় ফুলবাড়ী অভিমুখী একটি পিকনিকের বাস অটোরিকশাকে ধাক্কা দিলে অটোযাত্রী মেহেরুল রাস্তার ওপর পড়ে যান।
এ সময় একটি বাস মেহেরুলকে পিষ্ট করে চলে যায়। পুলিশ জানায়, মেহেরুল ঘোড়াঘাট উপজেলার কাজীপাড়া লালবাগ গ্রামের সিরাজ কাজীর ছেলে।