ফেসবুকে ধর্ম অবমাননা, পাকিস্তানি তরুণের ১৩ বছর কারাদণ্ড
ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বিষয় পোস্ট করার দায়ে পাকিস্তানে এক শিয়া তরুণকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ওই তরুণের দাবি, তিনি মন্তব্য করেননি শুধু নির্দিষ্ট একটি পোস্টে ‘লাইক’ দেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রিজওয়ান হায়দার (২৫) নামের তরুণের বিরুদ্ধে তিনটি অভিযোগ ছিল যার একটি হলো ধর্ম অবমাননা। এসব অভিযোগে তাঁকে জঙ্গিবাদবিরোধী আদালতে নেওয়া হয়। ১৩ বছর কারাদণ্ডের পাশাপাশি ওই তরুণকে দুই লাখ ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদিল চাট্টা এএফপিকে বলেন, শিয়া মুসলমান রিজওয়ান হাসান নিজ ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এটি সুন্নি মুসলমানদের জন্য অবমাননাকর।
তবে হায়দারের আইনজীবী শামীন জাইদি বলেন, হায়দার কোনো মন্তব্য করেননি। তিনি একটি মন্তব্যে লাইক দেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলে করবেন বলে জানান শামীন।
২০১৪ সালে পেশোয়ারের স্কুলে তালেবান হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক অপরাধের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। ওই হামলায় ১৫৩ জন নিহত হয়েছিল, যার অধিকাংশই ছিল শিশু।
এদিকে অনলাইনে ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করায় রাশিয়ায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি অনলাইনে লিখেছে, ‘এখানে কোনো সৃষ্টিকর্তা নেই।’ অভিযোগ প্রমাণিত হলে এক বছর কারাদণ্ড হবে তার। এর আগে ২০১৩ ‘পুশি রায়ট’ নামক একটি ব্যান্ডের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী গানের পরিপ্রেক্ষিতে দেশটিতে ‘ব্লাসফেমি’ আইন চালু হয়।