বিএনপির সঙ্গে মিটমাটের কোনো সুযোগ নেই : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও জঙ্গিদের পাহারাদার কেয়ারটেকার বেগম খালেদা জিয়া এবং বিএনপির সঙ্গে মিটমাটের কোনো সুযোগ নেই।
আজ শনিবার দুপুরে রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আরেক ধাপ ওপরে তুলতে হলে আমাদের জঙ্গি দমনের যুদ্ধ, নিজের শক্তিতে উন্নয়নের যুদ্ধ এবং বৈষম্য অবসান ও সুশাসনের যুদ্ধে বিজয়ী হতে হবে।’
ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সংসদ সদস্য শিরীন আখতার, সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, নাজমুল হক প্রধান।