পৌরসভার জমি দখল, দিনাজপুরে ১৪ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল
তৃতীয়বারের মতো ভূমিদস্যুদের দ্বারা দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার জমি দখলের প্রতিবাদে আগামী ১৪ মার্চ দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সুধী সমাজ।
দিনাজপুর পৌর পরিষদের ডাকা সুধী সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা-গাড্ডা দখলমুক্ত করার আলটিমেটাম দিয়ে পৌর মেয়র এ কর্মসূচির ডাক দেন।
জানা গেছে, শহরের পূর্বপাশে মাতা সাগরে রাজারামপুর মৌজা এলাকায় দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার আট একর ৬০ শতক জমি দীর্ঘ ৫৩ বছর ধরে পৌরসভার নিজ দখলে রেকর্ডভুক্ত সম্পত্তি হিসেবে আছে। ওই জমি দিনাজপুর পৌরসভা শহরের আবর্জনা ফেলার জায়গা হিসেবে ভোগদখল করে আসছে। কিন্তু ২০১৫ সালের ৩ ডিসেম্বর জনৈক রিরোদ মোহন দাস গং, আবু হোসেন, সন্তোষ কুমার, পুশিদার, আবদুল মান্নান সরকার ও আবু হোসেন ওই জমি দখল করে ২৯ ফেব্রুয়ারি ময়লা-গাড্ডার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সেখানে পৌর শহরের ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হয়ে যায়।
পৌর পরিষদ এ ব্যাপারে শনিবার সকাল ১০টায় দিনাজপুর লোকভবনে সুধী সমাবেশের আহ্বান করে। সভায় বক্তারা মেয়রের নেতৃত্বে নাগরিক সমাজ ভূমিদস্যুদের হাত থেকে ময়লা-গাড্ডার জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, কোনো অবস্থাতেই ময়লা-গাড্ডার জমি ভূমিদস্যুদের দখল করতে দেওয়া হবে না। এ সময় বক্তারা একটি শক্তিশালী লিগ্যাল এইড কমিটি ও অ্যাডভাইজরি কমিটি গঠনের প্রস্তাব করেন।
আলোচনা শেষে ভূমিদস্যুদের জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে লোকভবন থেকে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সচেতন নাগরিক সমাজ দিনাজপুরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নেতৃত্বে এক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুধী সমাবেশ থেকে প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌরসভার ময়লা-গাড্ডা দখলদারমুক্ত করার আলটিমেটাম দিয়ে ১২ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়।