মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
মাদারীপুরের সদর উপজেলার হবিগঞ্জ এলাকায় মাদারীপুর-শিবচর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ন কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের (৪৫) মৃত্যু হয়। ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে। অজ্ঞাত পরিচয় ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করছে।