ইবি ছাত্রলীগের আট কর্মী বহিষ্কার
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের আট কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঘটে যাওয়া অনাকঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার আট কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদকেও জানানো হয়।
বহিষ্কৃত কর্মীদের মধ্যে রয়েছেন সাব্বির খান, শামীম রেজা, আশিক কুরাইশী, আকিব মাসুদ অনুভব, শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন, পারভেজ হোসেন বানাত, আব্দুল কাদের ও তাসিন আজাদ।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগকর্মীদের বহিষ্কারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উল্লেখ না করলেও ২০ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মুত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা শেষে ছাত্রলীগের কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। সেই অভিযোগে ছাত্রলীগের এই আট কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে ইসলামী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।