চাকা ফেটে গাড়ি আছড়ে পড়ল গাছে, নিহত দুই
দিনাজপুরে একটি প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোয় এর দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ব্যাঙকালী সুন্দরবন ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের পাহাড়পুর এলাকার জুয়েল টাওয়ারের বাসিন্দা রাকতুবা বেগম (৩০) এবং তাঁর বাড়ির গৃহকর্মী রেজিয়া বেগম।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিকুজ্জামান জানান, দুপুরে গৃহকর্মীকে নিয়ে দিনাজপুর শহর থেকে রংপুর যাচ্ছিলেন রাকতুবা বেগম। তাঁদের বহনকারী প্রাইভেটকারটি ব্যাঙকালী সুন্দরবন ইটভাটা এলাকায় পৌঁছালে সেটির একটি চাকা ফেটে যায়। এতে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুমড়ে-মুচড়ে যাওয়া কারটিতে থাকা দুই নারীই ঘটনাস্থলে নিহত হন।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় কারের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।