জমি দখলের বিরুদ্ধে দিনাজপুরের মেয়রের প্রতিবাদ
দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার জমি দখলের প্রতিবাদ জানিয়েছেন খোদ পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে আজ রোববার দিনাজপুর পৌর পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় একাধিক কাউন্সিলরও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, একটি প্রভাবশালী মহল পৌরসভার আট একর ১৬ শতক জমি যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর ওই জমি ভূমিদস্যুরা দখল করে নেয়। জমি দখলের ব্যাপারে পুশিদার রহমান নামে এক ‘প্রভাবশালী’ ব্যক্তিকে দায়ী করেন মেয়র।
সংবাদ সম্মেলনে ছয়দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে আছে ৮ মার্চ মানববন্ধন, ৯ থেকে ১২ মার্চ ১২টি ওয়ার্ডে মতবিনিময় সভা, ১৩ মার্চ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান, ১৪ মার্চ গণস্বাক্ষর ও ১৬ মার্চ মাতাসাগর ময়লা গাড্ডা অভিমুখে পদযাত্রা। এর পরেও জমি উদ্ধার না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র, আহমেদুজ্জামান, কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকাসহ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।