গাছের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কায় কনস্টেবল নিহত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল লতিফ। এ ঘটনায় আরো চার কনস্টেবল আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, রাতে টহল দেওয়ার সময় সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের টিকিয়াপাড়ায় টহল পুলিশের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পুলিশ কনস্টেবল আবদুল লতিফ নিহত হন। আহত চার কনেস্টবলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।