পাকিস্তানের আদালতে বোমা হামলায় আটজন নিহত, আহত ২৭
পাকিস্তানের একটি আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। আজ সোমবার পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের শবেকদর এলাকার একটি আদালতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সোহাইল খালিদ রয়টার্সকে বলেন, নিহত আটজনের মধ্যে তিনজন পুলিশ সদস্য। অপর পুলিশ কর্মকর্তা সৈয়দ ওয়াজির বলেন, শবেকদর এলাকার আদালত ভবনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী আদালত ভবনের মধ্যে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁকে থামালে সেখানেই তিনি বিস্ফোরণ ঘটান।
স্থানীয় পুলিশ কর্মকর্তা গহর খান বলেন, আদালতের কার্যক্রম চলাকালে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে আদালত চত্বরে থাকা দুটি গাড়ি ধ্বংস হয়ে গেছে।
জানা গেছে, সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, ইসলামাবাদের ১৫০ কিলোমিটার দূরবর্তী শবেকদর শহরে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত ১ মার্চ রাস্তার পাশে পূঁতে রাখা দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে পেশোয়ারের মার্কিন দূতাবাসের দুজন পাকিস্তানি কর্মচারী নিহত হন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুটি পৃথক পৃথক তালেবান হামলায় পাকিস্তানি আধাসামরিক বাহিনীর নয় সদস্য নিহত হন। পাকিস্তানি তালেবানের একটি শাখা জামাত-উল-আহরার ওই হামলার দায় স্বীকার করেছে। তবে এখনো পর্যন্ত আজকের হামলায় দায় কেউ স্বীকার করেনি।
শরিয়া আইন চালুর লক্ষ্যে ২০০৭ সাল থেকেই পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) সরকারের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ২০১৪ সালে পাকিস্তানের আদিবাসী এলাকায় দেশটির সামরিক বাহিনী অভিযান চালায়। ওই অভিযানে টিটিপির ক্ষমতা অনেকটাই হ্রাস পায়।