রংপুরে ভাইসহ পাঁচজনের ফাঁসি
রংপুরে প্রতিবন্ধী নারীকে গলা কেটে হত্যার দায়ে তাঁর ভাইসহ পাঁচজনকে ফাঁসিতে ঝুলিতে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর কামরুজ্জামান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নিহত আনজিনা বেগমের ভাই আবদুল মজিদ ও তাঁর সহযোগী মমিনুল, আরিফুল, ইমদাদুল ও আনোয়ারুল ইসলাম। তাঁদের বাড়ি পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামে। রায় ঘোষণার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মৃত আবুল হোসেনের প্রতিবন্ধী মেয়ে আনজিনা তাঁর ভাই আবদুল মজিদের সঙ্গে থেকে ভিক্ষাবৃত্তি করতেন। ২০০৬ সালের ৯ মার্চ রাতে মজিদসহ কয়েকজন তাঁকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের বাঁশঝাড়ে লাশ ফেলে দেন। এ ঘটনায় বড় ভাই আবদুল বাকী বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আবদুল মজিদ ও তাঁর সহযোগী মমিনুল, আরিফুল, ইমদাদুল ও আনোয়ারুল ইসলামকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন।
এ মামলায় সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি ফারুক মো. রেয়াজুল করীম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।