দিনাজপুরে ট্রাক-ভ্যানের সংঘর্ষ, ২ জন নিহত
দিনাজপুরের বোচাগঞ্জে কাঠবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কের বটতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বকুলতলা গ্রামের মৃত আবদুস সালামের ছেলে স্বপন (৩২) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পড়াপুকুর গ্রামের নজরুলের ছেলে উজির আলী (৪০)।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, গতকাল দিবাগত রাতে পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কের বটতলীতে কাঠবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা দুজনই ঘটনাস্থলে মারা যান।
রাত বেশি হওয়ায় ট্রাক কিংবা ট্রাকচালক কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।