সাকিবের পর এবার চোটে পড়লেন মাহমুদউল্লাহ
ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল সোমবার (২ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ রোববার (১ অক্টোবর) অনুশীলন করেছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহকে দেখা গিয়েছে আলাদাভাবে ব্যাটিং অনুশীলন করতে। অনুশীলন করতে গিয়ে হঠাৎ চোটে পড়েন তিনি। এর আগে গত ২৮ সেপ্টেম্বর চোটে পড়ে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
নেটে ব্যাটিং করার এক পর্যায়ে একটি বল তার হাতে লাগে। হাতে তখন কোনো গার্ড ছিল না। ধারণা করা হচ্ছিল, ব্যথা গুরুতর। তৎক্ষণাৎ মাঠে ফিজিও এসে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরীক্ষা করেন। প্রাথমিক চিকিৎসার পর আবারও ব্যাট হাতে অনুশীলনে নামেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
প্রথম প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন অধিনায়ক সাকিব। পায়ের গোড়ালিতে পাওয়া চোটের ফলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি তিনি। কালকের ম্যাচেও সাকিব খেলবেন না বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
তবে, সাকিবের মতো চিন্তাজনক কিছু হয়নি মাহমুদউল্লাহর। প্রাথমিক চিকিৎসাতেই সেরে ওঠেন তিনি। সব ঠিক থাকলে কাল ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ।