ভাইকে খুনের ঘটনায় ছোট ভাইসহ তিনজন গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাই, তাঁর স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
আজ শুক্রবার ভোরে ডিবির উপপরিদর্শক বজলুর রশীদের নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার স্বজনরা হলেন উপজেলার বিন্যাগাড়ি গ্রামের আলী আকবর ওরফে লাল মিয়া (৪৫), তাঁর স্ত্রী পিয়ারা বেগম (৩৮) ও ছেলে রবিউল আউয়াল (১৬)।
দিনাজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ জানান, ঘোড়াঘাট উপজেলার বিন্যাগাড়ি গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই আলী আকবরের জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গত বছর ৩০ অক্টোবর এ নিয়ে ঝগড়াঝাঁটির একপর্যায়ে আলী আকবর তাঁর স্ত্রী পিয়ারা বেগম ও তাঁদের ছেলে রবিউল আউয়াল লাঠি দিয়ে আশরাফুলকে বেদম পিটুনি দেন। এতে ঘটনাস্থলে আশরাফুল মারা যান।
এসআই আরো জানান, ওই দিন আশরাফুলের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ওই তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দিনাজপুর ডিবির কাছে স্থানান্তর করা হয়।