খাবারে বিষক্রিয়ায় দিনাজপুরে ১৪ কলেজছাত্রী হাসপাতালে
খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার পর দিনাজপুরে ১৪ কলেজছাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুর হলিল্যান্ড কলেজের হোস্টেলের ছাত্রীরা আজ দুপুরের খাবার খেয়ে বমি করা শুরু করে। একপর্যায়ে গুরুতর অসুস্থ ১৪ ছাত্রীকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জিন্নাত আমান জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ছাত্রীরা এখন আশঙ্কামুক্ত।