রপ্তানি মূল্য বৃদ্ধি, হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ
ভারত সরকার পাথরের রপ্তানি মূল্য বৃদ্ধি করায় পাথর আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তিনদিন ধরে কোনো পাথর আমদানি করা হয়নি। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
হিলি স্থলবন্দরের কয়েকজন পাথর আমদানিকারক জানান, গত বুধবারের আগের দিন পর্যন্ত প্রতি টন বড় আকারের বোল্ডার পাথর ১৪ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু বুধবার থেকে এর দাম সাড়ে ১৮ মার্কিন ডলার নির্ধারণ করে ভারত সরকার। হঠাৎ করে প্রতি টনে সাড়ে চার মার্কিন ডলার বৃদ্ধির কারণে বিপাকে পড়েন এখানকার ব্যবসায়ীরা। এ কারণে পাথর আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ী আজিজুর রহমান জানান, কয়েক মাস ধরে পদ্মা সেতু নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভারত থেকে আমদানি করা হচ্ছিল বড় আকারের বোল্ডার পাথর। কিন্তু ভারত সরকার হঠাৎ করেই পাথরের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। এতে পাথর আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন। তবে পাথরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে। হয়তো দু-একদিনের মধ্যে বিষয়টির সমাধান হতে পারে।