ভৈরবে মশার কয়েল কারখানায় আগুন
কিশোরগঞ্জের ভৈরবে ফরহাদ কেমিক্যাল ওয়ার্কস নামের একটি মশার কয়েল তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ভোররাত ৫টার দিকে ভৈরবের মধ্য জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানার মালিক পক্ষ।
কারখানার কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে ড্রাইয়ার মেশিন অতিরিক্ত হিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার মালিক নূরে আলম সুমন বলেন, ‘ভোররাতে কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ ড্রাইয়ার মেশিন অতিরিক্ত হিট হয়ে আগুন লেগে যায়। পরে ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আজিজুল হক রাজন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার ড্রাইয়ার মেশিন অতিরিক্ত হিট হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে।’