ময়মনসিংহ-ঢাকা বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহণ মালিক সমিতির নেতা ও শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী কয়েকটি এনা পরিবহণের বাস ছেড়ে এলেও পরে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
আজ সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালটিতে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে।
মাসকান্দা বাসটার্মিনালে দাঁড়িয়ে থাকা শহিদুল্লাহ নামের এক যাত্রী বলেন, ‘বাসসহ সব ধরনের গণপরিবহণ বন্ধ করে সড়ক পথে ময়মনসিংহকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।’
শিশিতা নামের আরেক যাত্রী বলেন, ‘আমার মা অসুস্থ। তাঁকে দেখতে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে বাস টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। গণপরিবহণ বন্ধ থাকায় আমি মাকে দেখতে যেতে পারছি না।’
মাসকান্দা বাসস্ট্যান্ডের ব্যবস্থাপক খোরশেদ আলম মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবারও বাস চলাচল বন্ধ থাকতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে পরিবহণ মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।