অবরোধের শেষ দিনে বরিশালে যান চলাচল কম
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বরিশালে পুরোপুরি শান্ত পরিস্থিতি বিরাজ করছে। শহরে রাজনৈতিক দলগুলোর কোনো তৎপরতা না থাকলেও যাত্রী সংকটে বাস ও লঞ্চ ছেড়ে যাচ্ছে না।
নগরের অভ্যন্তরে থ্রি হুইলারসহ রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তি মালিকানাধীন কোনো যানবাহন চলছে না। বিপুল পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে বাস টার্মিনাল, লঞ্চ ঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এ ছাড়া নগরে টহল দিচ্ছেন র্যাব ও বিজিবি সদস্যরা।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিন দিনের অবরোধ কর্মসূচির শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত সাবেক দুই সংসদ সদস্যসহ বিএনপির মোট ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।