দাদির গলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, নাতিসহ গ্রেপ্তার ৪
নিজের দাদির গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে বন্ধুদের সহযোগিতায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় নাতিসহ তার বন্ধুদের গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) ডিবি পুলিশ এ তথ্য জানায়।
আসামিরা ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছে বলেও জানায় জেলা ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় প্রগতি ক্লিনিকের পাশে জাহানারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় বৃদ্ধার ছেলে মোহাম্মদ বকুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ অভিযানে নামে ছিনতাইকারীদের ধরতে। পরে আসামিদের দেওয়ার তথ্যের ভিত্তিতে ছিনতাই কাজে ব্যবহৃত পোশাক, মাস্ক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বৃদ্ধার নাতি মোবাশ্বের জাকারানি ছিনতাইয়ের পরিকল্পনা করে। প্রথম দিন ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। দ্বিতীয় দিন বৃদ্ধার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে আসামি মনির হোসেন।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে বৃদ্ধার নাতি মোবাশ্বের জাকারানিকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাংনীর চৌগাছার মনির হোসেন (১৬), একই এলাকার সাইদ (১৭), গাংনী বাজারের তাহমিদকে (১৫) গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়।’