বিরামপুরে ট্রলিচাপায় বৃদ্ধ নিহত
দিনাজপুরের বিরামপুরে বালুবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পল্লবী সিনেমার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমানের (৬০) বাড়ি উপজেলার বিছকিনী গ্রামে। সুরতহাল রিপোর্টের পর পুলিশ তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাইসাইকেলে করে বিরামপুর শহরে বাজার করতে আসেন আজিজার রহমান। শহরের পল্লবী সিনেমার সামনে বালুবাহী একটি ট্রলি তাঁকেসহ সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। ট্রলিটির মালিক বিরামপুর কলেজ বাজার এলাকার শফিকুল মাস্টার বলে প্রাথমিকভাবে জানা গেছে।