ডিএসই-সিএসইর লেনদেন বেড়ে দ্বিগুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১৫ নভেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগেরদিনের তুলনায় এদিন লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে দ্বিগুন। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির চেয়ে হ্রাস বেশি। প্রধান সূচক ও লেনদেন বাড়ার একই অবস্থা ছিল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর হ্রাসের চেয়ে বৃদ্ধি বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে ৬৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আট দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৮ দশমিক ১৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক তিন দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২০ দশমিক ৭৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬০ দশমিক ১৪ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৬টির ও কমেছে ৭৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৫২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর জেমিনি সী ফুডের ১৮ কোটি ৭৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৭ কোটি ৮৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৭ কোটি ৬২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ১৩ কোটি ২২ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১০ কোটি ৭২ লাখ টাকা, বিডি থাইয়ের ১০ কোটি ৫৭ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ২৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৯ কোটি ৮৯ লাখ টাকা এবং ইয়াকিন পালমারের ৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল সাত কোটি ২৩ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ৪২ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ দশমিক ১৭ পয়েন্টে। এ ছাড়া সিএসই ৫০ সূচক দুই দশমিক শূন্য চার পয়েন্ট, সিএসই ৩০ সূচক ২৭ দশমিক ৮৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৫৬ পয়েন্ট এবং সিএসআই সূচক দুই দশমিক ৯৬ পয়েন্ট করে বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৩৫ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৬টির, কমেছে ৩৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৩টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে পাওয়ার গ্রিডের শেয়ার। কোম্পানিটির চার কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের তিন কোটি তিন লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের দুই কোটি ৬২ লাখ টাকা, দেশবন্ধু পলিমারের দুই কোটি ৪৫ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৫৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ৫৩ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৫১ লাখ টাকা, বিডি থাইয়ের ৪০ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩০ লাখ টাকা এবং ওয়েস্টার্ন মেরিনের ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।