বাউফলে আ.লীগ ও ‘বিদ্রোহী প্রার্থীর’ মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ পুলিশ
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ‘বিদ্রোহী প্রার্থীর’ সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে ইউনিয়নের নগরের হাট বাজারে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস ও ‘বিদ্রোহী প্রার্থী’ শাহাজাদ হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আতঙ্কিত হয়ে বাজারের লোকজন তখন ছোটাছুটি শুরু করে। দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের কনস্টেবল মাহবুব হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাঁকেসহ আহতদের অনেককে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কনস্টেবল মাহবুবের বাম হাতে গুলি লেগেছে।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।