নরসিংহ পদক পেলেন ৫ বিশিষ্ট ব্যক্তি
দেশের প্রখ্যাত ৫ বিশিষ্ট ব্যক্তিকে নরসিংহ পদক দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলার পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য নরসিংহ পদক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, শিক্ষা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঞা, সমাজ সংস্কারে থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং সুর ও সংগীতে বিশিষ্ট সংগীত সাধক উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
নরসিংদীর অসংখ্য কৃতী সন্তান দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। নরসিংদী জেলাকে উজ্জ্বল ও গৌরবময় অবস্থানে পৌঁছে দেওয়া সেসব বিশিষ্ট ব্যক্তিকে নরসিংহ পদকে ভূষিত করে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
চেম্বার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, হেলাল উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে চেম্বারের সদস্যসহ জেলার সুশীলসমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
নিজের বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর বাংলাদেশের বস্ত্রশিল্পের নেতৃত্বদানকারী জেলা হলো নরসিংদী। দেশের বস্ত্রের চাহিদার প্রায় ৮৭ ভাগ পূরণের পাশাপাশি বিশ্ব বাজারে রপ্তানি হচ্ছে। তিনি বলেন, নরসিংদী জেলার কৃতী সন্তানদের নরসিংহ পদক প্রদানের মতো আয়োজন অত্যন্ত সাহসী পদক্ষেপ। এই পদক আমাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।
অভিব্যক্তি জানাতে গিয়ে অশ্রুশিক্ত হয়ে পড়েন নরসিংহ পদক পাওয়া বিশিষ্ট সংগীতসাধক ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, ‘এই বিরল সম্মানের মাধ্যমে নরসিংদীবাসী আমাকে নতুন করে জন্ম দিয়েছে। এর মাধ্যমে আমরা পদকপ্রাপ্ত সবাই অনেক অনুপ্রাণিত ও শাণিত হয়েছি।’