নির্বাচনে লেবেন প্লেয়িং ফিল্ড নেই : স্বতন্ত্রপ্রার্থী দারা
নির্বাচনে লেবেন প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন খুলনা-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী সাবেক ছাত্রলীগনেতা এস এম মোর্ত্তজা রশিদী দারা। তিনি উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফেরত পেয়েছেন। তাঁর প্রতীক কেটলি।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা শেষে এস এম মোত্তর্জা রশিদী দারা সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
এ সময় এই স্বতন্ত্রপ্রার্থী গতকাল বুধবার তাঁর সমর্থকদের ওপর হামলারও বিবরণ দেন।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফুটবল ফেডারেশনের নেতা, সাবেক ফুটবলার শিল্পপতি সালাম মুর্শিদী।
এদিকে আজও খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা-২ আসনে সালাউদ্দিন জুয়েল নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। তবে এ আসনে অন্য প্রার্থীদের প্রচারণা দেখা যায়নি।
অপর দিকে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী শেখ আকরাম হোসেন উচ্চ আদালত থেকেও তাঁর প্রার্থিতা ফেরত পাননি। তাঁর আবেদনটি আংশিক শুনানির পর আদালত গ্রহণ করেননি।