পিরোজপুরে পাঁচজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি
পিরোজপুরের মঠবাড়িয়ার নির্বাচনী সহিংসতায় পাঁচজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে বিষয়টি জানা গেছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।
অন্যদিকে, পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। জেলা প্রশাসনের গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গতকাল মঙ্গলবার ধানীসাফা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৩ জন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় ব্যালটের পেছনে সিল না থাকায় তা বাদ দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি তাঁদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শাহাদাত, কামরুল ও সোহেল নামের তিন ব্যক্তি মারা যান। আহত হন অন্তত ১৩ জন। তাঁদের মধ্যে আহত নয়জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেল্লাল ও সোলায়মান নামের দুই যুবক মারা যান।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তবে কোনো মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।