আইফোনের নতুন মডেলের নামের অর্থ কী?
প্রযুক্তি দুনিয়ার সর্বশেষ সরগরম খবর নতুন আইফোন ও আইপ্যাডের মুক্তি। তাই এ নিয়েই চলছে নানা রকম আলাপ-আলোচনা।
আইফোনের নতুন মডেলের নাম দেওয়া হয়েছে ‘আইফোন এসই’। তাই উৎসুক প্রযুক্তিপ্রেমীরা জানতে আগ্রহী, ‘এসই’ দিয়ে আসলে অ্যাপল কী বোঝাতে চাইছে?
চার ইঞ্চি পর্দার নতুন এই আইফোন উন্মুক্ত করার সময় ফোনটির নামকরণের ব্যাপারে কিছুই বলা হয়নি অ্যাপলের পক্ষ থেকে।
আইফোনের নাম নিয়ে টুইটারে অ্যাপলভ্ক্তরা নানা রকম সম্ভাবনার কথা বলেছেন। যেমন—‘স্পেশাল এডিশন’, ‘স্ট্যান্ডার্ড এডিশন’, ‘স্টিল এক্সপেনসিভ’।
শেষমেশ প্রযুক্তিপ্রেমীর আগ্রহের জবাব দিতেই ‘এসই’-এর অর্থ নিশ্চিত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এসই’-এর মানে হচ্ছে ‘স্পেশাল এডিশন’।
বিজনেস সাময়িকী ফরচুনকে এ কথা নিশ্চিত করেছেন অ্যাপলের মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ শিলার।
১৬ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের আলাদা দুটি সংস্করণে বাজারে ছাড়া হয়েছে আইফোন এসই।
ছোট স্ক্রিনের এবং কম দামি আইফোনের চাহিদা পূরণ করার জন্যই এই ফোন বাজারে ছাড়া হয়েছে বলে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইফোন এসই মডেলে রয়েছে এ৯ এসওসি এবং এম৯ মোশন কো-প্রসেসর, ১২ মেগাপিক্সেলের আইসাইট রিয়ার ক্যামেরা, ফোরকে রেজ্যুলেশনের ভিডিও করার সুবিধা। রয়েছে অ্যাপল পে এবং টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৪ দশমিক ২, উন্নত সংস্করণের ওয়াই-ফাই এবং এলটিই।