৫০০ টাকা কমে পতনের সেরা লিবরা ইনফিউশন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির লিবরা ইনফিউশনের শেয়ার প্রতি দর গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ৫৩৬ টাকা ৫০ পয়সা কমেছে। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) লিবরা ইনফিউশনের শেয়ারের সমাপনী দর ছিল ১ হাজার ৪৫৭ টাকা ২০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৯২০ টাকা ৭০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৫৩৬ টাকা ৫০ পয়সা বা ৩৬ দশমিক ৮২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল ৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লিবরা ইনফিউশন। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৯২০টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৩ দশমিক ৬৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় দর কমার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে ‘এ’ ক্যাটাগরির জেমিনি সী ফুড। কোম্পানিটির শেয়ারটির দর কমেছে ৩৬ দশমিক ৫৮ শতাংশ। তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের (‘এ’ ক্যাটাগরি) ১৯ দশমিক ৬০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের (‘বি’ ক্যাটাগরি) ১৩ দশমিক শূন্য আট শতাংশ, ওরিয়ন ইনফিউশনের (‘এ’ ক্যাটাগরি) ১২ দশমিক ৫৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের (‘বি’ ক্যাটাগরি) ১১ দশমিক ৯৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্লোথ ফান্ডের (‘এ’ ক্যাটাগরি) ১১ দশমিক ১১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্লোথের (‘এ’ ক্যাটাগরি) ৯ দশমিক ৭৩ শতাংশ, বিচ হ্যাচারীর (‘বি’ ক্যাটাগরি) ৯ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিনের (‘বি’ ক্যাটাগরি) আট দশমিক ৭০ শতাংশের দর পতন হয়।