মঠবাড়িয়ায় ১৩০০ জনকে আসামি করে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করে পুলিশ।
ধানীসাফা ইউনিয়নের সাফা মহাবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত আর্মড পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার আলী খান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামলার এজাহারে ব্যালট বাক্স ছিনতাই, গাড়ি ভাঙচুর ও ম্যাজিস্ট্রেটকে কোপানোসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই চেষ্টা, ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও অবরুদ্ধ করে রাখায় ঘটনা ঘটে। সে সময় পরিস্থিতি মোকাবিলায় পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত হন।