দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল চালক-সহকারীর
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের ১০ যাত্রী।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন লোকাল বাসের চালক হাফিজ মিয়া ও সহকারী রজব আলী।
আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সকালে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার করাঙ্গী সেতুর উত্তর পাশে ওই উপজেলার পুটিজুরি থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের চালক হাফিজ মিয়া নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওই বাসের সহকারী রজব আলী।