মাওয়া এক্সপ্রেসওয়েতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ হওলাদার (২৩) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অনন্যা রানি হাওলাদার (২১) নামে এক শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
অভিজিৎ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর সঙ্গে থাকা অনন্যা হালদার অন্তু জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রতন হাওলাদের ছেলে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঢাকা-মাওয়া হাইওয়েতে অভি ঘটনাস্থলেই মারা যায়। তার মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। প্রক্টর আরও বলেন, অভির সঙ্গে থাকা অন্তু গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১২-১২৪৮) নিয়ে অভি ও অনন্যা ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই অভিজিৎ মারা যান।
অভিজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা।