বানসালি ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক প্রকাশ্যে!
নির্মাতা সঞ্জয়লীলা বানসালি বড় পর্দায় ভারতীয় ইতিহাসের বহু আকর্ষণীয় গল্প-ঘটনা তুলে এনেছেন। তবে এবার ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ নিয়ে আসছেন এই নির্মাতা। এবার প্রকাশ্যে এল ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক।
আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) নির্মাতা ও শিল্পীরা সামাজিক মাধ্যমে ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন। আর ফার্স্টলুকে মনীষা কৈরালা ও সোনাক্ষী সিনহাসহ অন্যদের দেখা গেছে।
নেটফ্লিক্সের প্রতীক্ষিত এই সিরিজের ফার্স্ট লুকে ছিল বানসালির সিনেমার আইকনিক নাচের দৃশ্যও। এ ছাড়াও এই সিরিজে অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সানজিদা শেখ। ওয়েব সিরিজটি কবে আসছে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ফার্স্টলুকের শেষে লিখে দেয়া হয়েছে ‘কামিং সুন।’ বোঝাই যাচ্ছে, ভক্তদের জন্য দারুণ চমক নিয়েই আসছেন বানসালি।
‘হীরামান্ডি’র প্রেক্ষাপট অবিভক্ত ভারতের এক লাহোরের এক গণিকালয়ের গল্প উঠে আসবে। যে গণিকালয়ের গল্পে চরিত্রদের হাত ধরে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি সবই উঠে আসবে। আর এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটি- দুনিয়ায় পা রাখতে চলেছেন সঞ্জয়লীলা বনশালি।