যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানাল অস্ট্রেলিয়া
এ যেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি। ফাইনালে ফের মুখোমুখি অন্যতম সেরা দুই দল ভারত-অস্ট্রেলিয়া। মঞ্চটা ভিন্ন হলেও বড়দের মতো যুবাদের ম্যাচ ঘিরেও ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। যুব বিশ্বকাপের মেগা ফাইনালে আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাল অস্ট্রেলিয়া।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিংহ।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১৬ রানের মাথায় লিম্বানির বলে বোল্ড হয়ে ফেরেন কন্সটাস। আট বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তার বিদায়ের পর হিউজ ওয়েবজেনকে নিয়ে জুটি গড়েন ডিক্সন। এই জুটিতে যোগ হয় আরও ৭৮ রান।
এরপর দলীয় ৯৪ রানের মাথায় ফেরেন ওয়েবজেন। ৬৬ বলে ৪৮ রান আসে তার ব্যাট থেকে। এই ব্যাটারের বিদায়ে পর টিকতে পারেননি আরেক ব্যাটার হ্যারি ডিক্সন। দলীয় ৯৯ রানের মাথায় তিওয়ারির বলে অভিষেকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউটের আগে করেন ৫৬ বলে ৪২ রান।
ডিক্সনের বিদায়ের পর রায়ান হিকসকে নিয়ে জুটি গড়েন হারজাস সিং। এই জুটিতে ভালো সংগ্রহের ভিত পায় অজিরা। ৬৬ রানের জুটি গড়ে দলীয় ১৬৫ রানের মাথায় ফেরেন হিকস। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২০ রান করেন এই ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় স্কোরবোর্ডে ২৫৩ রান তোলে অজিরা।
১৯৮৮ সাল থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এটি ১৫তম আসর। এখন পর্যন্ত ৯ বার বিশ্বকাপের ফাইনাল খেলে সর্বোচ্চ ৫ বার (২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ আসরে) যুব বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। অপরদিকে অজিরা যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ৩ বার (১৯৮৮, ২০০২ ও ২০১০ আসরে)। কার হাতে ওঠে এবারের শিরোপা, তার সময়ই বলে দেবে।