জামালপুরে ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ, পুলিশের গুলি
জামালপুরের নয়ানগর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গোপনে সিল মারার অভিযোগে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। পরে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর মামা-ভাগ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার মো. ইউনুস মিয়া জানান, নৌকা প্রতীকে প্রিসাইডিং অফিসারের সহায়তায় সিল মারার অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি ছোড়ে পুলিশ। তিনি বলেন, ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।