কিশোরীকে গণধর্ষণের ক্ষতিপূরণ আধা মণ গম!
গণধর্ষণের জন্য ধর্ষকদের শাস্তি হয়েছে ধর্ষিতাকে আধা মণ গম ক্ষতিপূরণ! ঠিকই পড়ছেন। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সীমান্তের প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উমরকোট জেলায়।
দেশটির সংবাদমাদ্যম দ্য ডনের বরাতে জানা যায়, গত ২৪ মার্চ উমরকোটের একটি প্রত্যন্ত এলাকায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ঘটনার দুদিন পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনদিন পর থানায় অভিযোগ করা হয়।
ওই অভিযোগের পর সালিসে বসেন ওই গ্রামের মাতবররা। আর সেখানে গণধর্ষণের ‘শাস্তি’ হিসেবে নির্যাতিতাকে ২০ কেজি গম দেওয়ার আদেশ দেন তাঁরা। আর এ আদেশ না মানলে ধর্ষিতাকে পরিবারসহ গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়!
এরপর স্থানীয় কয়েকটি পত্রিকায় এই ঘটনাটি প্রকাশিত হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন। সর্বশেষ প্রকাশিত খবরে দুই ধর্ষকসহ সালিসে উপস্থিত চার মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।