নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. মোরশেদ আলম ও আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে কবি’র বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শৌলেন কুমার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. শাজাহান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের এই দিনে (১৪ মার্চ) ঢাকায় ইন্তেকাল করেন তিনি। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।