১০০ কোটির ঘরে ‘শয়তান’
অজয় দেবগনের নতুন সিনেমা ‘শয়তান’ বক্স অফিসে সাড়া ফেলেছে সেই সঙ্গে গল্প আর নির্মাণই মুগ্ধ করছে সবাইকে। গত ৮ মার্চ থেকে দুই হাজার ৮০০ প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘শয়তান’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৮ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২০.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৭.৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৬.৪ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৬.২ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৫.৮ কোটি রুপি।
ভারতে মোট আয় করেছে ৭৯.২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
মাধবন ও দক্ষিণী সিনেমার জ্যোতিকার মতো তারকা নিয়ে থ্রিলার সিনেমা দিয়ে আবারও বাজিমাত করলেন অজয় দেবগন। কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ হল গুজরাটি সিনেমা ‘বশ’র অফিসিয়াল রিমেক। নির্মাতা কৃষ্ণদেব ইয়াগনিক। ২০২৩ সালের মে মাসে রিমেকের ঘোষণা দেওয়া হয় এবং জুনে শুরু হয় শুটিং। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরমা স্টুডিওস।