মার্কেন্টাইল ব্যাংকের রামপুরা শাখা এখন নতুন ঠিকানায়
মার্কেন্টাইল ব্যাংকের ‘রামপুরা শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে। আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে আজ রোববার (৩১ মার্চ) থেকে পূর্ব রামপুরা ডিআইটি রোডের উজ্জ্বল টাওয়ারে কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চূয়াল মাধ্যমে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় রামপুরা শাখার শুভ উদ্বোধন করেন।
রামপুরা শাখার নতুন ঠিকানাটি হলো—উজ্জ্বল টাওয়ার, হোল্ডিং নং : ৩৬২, পূর্ব রামপুরা ডিআইটি রোড, ওয়ার্ড নং : ২২, ঢাকা উত্তর সিটি করপোরেশন, থানা : রামপুরা, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজের (ইউকে) চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালক মো. আব্দুল হান্নান, মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, মু. মাহমুদ আলম চৌধুরী, অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সচিব আবু আসগার জি. হারুনী সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী।
রামপুরা শাখায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রামপুরা শাখা প্রধান মো. আবুল বাশার খান, আফতাবনগর শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, নাগরিক অধিকার সুরক্ষা ফোরামের সভাপতি শেখ মো. আব্দুল কাদির, চারুলতা ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মো. শফিকুল ইসলাম প্রমুখ।