প্রিফারেন্স শেয়ার ইস্যু পেল রেনাটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটার প্রিফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (৩ এপ্রিল) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রেনাটার ৩৫০ কোটি টাকা মূল্যের অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর করবে। এটা হবে রিডিমেবল, কিউমুলেটিভ, নন-কনভার্টিবল ও নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার। কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে এই শেয়ার ইস্যু করবে। শেয়ারটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।
গত ২২ অক্টোবর ৩৫০ কোটি টাকা মূল্যের অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর তথ্য ডিএসইকে জানায় রেনাটা। একই সাথে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর কথা জানায়।