কলমাকান্দায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সীমান্তের লেঙ্গুরা ইউনিয়নের চেংনি বাজারের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নাজিরপুর থেকে একটি মোটসাইকেলে করে বিকেল তারা তিনজন মিলে ভারতীয় সীমান্তের লেঙ্গুরা ইউনিয়নের চেংনি এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। দ্রুতগতিতে চালানোর সময় চেংনি বাজারের কাছে যাওয়ামাত্র একটি চাকা ফেটে তারা দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানালে কলমাকান্দা থানা পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।