চট্টগ্রামে এস আলমের তেলের মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে নগরীর মইজ্জারটেক এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করছে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর এখনও পাওয়া যায়নি।’