চার ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের বাধার মুখে সড়ক থেকে সরে যায় তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী বাবলুকে অভিযুক্ত করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ছাবির আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়িন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু প্রমুখ।
ড়তকাল শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যৈদের পুকুরপাড়ে ছাত্রলীগকর্মী এম সজীব, সাইফুল পাটওয়ারী, রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের ওপর গুলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সজীব, সাইফুল ও রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত জয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।