‘মলমপার্টি’ অপবাদে শিক্ষককে প্রকাশ্যে পিটুনির অভিযোগ
লক্ষ্মীপুরে মলমপার্টি অপবাদ দিয়ে আক্তার হোসেন বাবু নামে এক স্কুল শিক্ষককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ভূক্তভোগী আক্তারের ভাই মাসুদুর রহমান মাসুদ বাদী হয়ে জেলার সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে পেঁচা সুমন নামে এক যুবকসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজন রয়েছে।
স্কুল শিক্ষক আক্তার লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকার মৃত লকিয়ত উল্যাহর ছেলে ও ঢাকার ক্যামব্রিজ স্কলারর্স স্কুলের শিক্ষক।
জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর পুল এলাকায় শিক্ষক আক্তারের ওপর বর্বর এ নির্যাতন চালানো হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আক্তারের পরিবার জানায়, ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছেন। ঘটনার দিন সন্ধ্যার পর আইয়ুব আলীর পুল এলাকায় তিনি ছোট ভাই মাসুদের বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে আসার পথে পেঁচা সুমন, সাইমন হোসেন, অটোরিকশাচালক আলাউদ্দিন আলো, মমিন উল্যাহ ও সুমনসহ কয়েকজন তাকে মলম পার্টি অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। পরে তাকে জনসম্মুখে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
শিক্ষক আক্তার হোসেন বাবু বলেন, ‘মাসুদের বাড়ি থেকে আসার সময় পথরোধ করে তারা আমার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। আমাকে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়েছে। এতে আমি অচেতন হয়ে পড়ি। আমি ওই বখাটেদের বিচার চাই।’
আক্তারের ভাই মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘আমার ভাইকে মলম পার্টি অপবাদ দিয়ে নির্যাতন করেছে বখাটেরা। যারা ঘটনাটি ঘটিয়েছে তারাই প্রকৃত মলম পার্টি।’
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ কে আজাদ বলেন, ‘আক্তারের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘ভূক্তভোগী শিক্ষকের ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’