কুমারিত্ব নেই অভিযোগে বিয়ের রাতে স্ত্রীকে হত্যা!
কুমারিত্ব নেই-এই অভিযোগে বিয়ের রাতেই স্ত্রীকে হত্যা করেছেন এক যুবক। পাকিস্তানের সিন্ধু প্রদেশের জাকোবাবাদ জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ডেইলি মেইল জানিয়েছে, ১৯ বছর বয়সী নববধূ খানজাদি লাশারির মরদেহ বিছানাতেই পাওয়া গেছে। লাশারিকে তাঁর পায়জামার ফিতা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী কালান্দার বক্স খোখার। পুলিশের কাছে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। কালান্দার সম্পর্কে লাশারির চাচাতো ভাই।
এ ঘটনায় লাশারির পরিবার কালান্দার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। লাশারির বাবা বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে তাঁরা খুব আনন্দ করছিল। কিন্তু হঠাৎ বিয়ের আসর থেকে সন্দেহজনকভাবে তারা দুজন উঠে যায়।’
লাশারির ভাই বলেন, ‘কালান্দার সন্দেহপ্রবণ ছিলেন, আমাদের পরিবারের সবাই সে বিষয়টি জানতাম। কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি যে তিনি এতটা ভয়ঙ্কর হতে পারেন।’
হত্যাকাণ্ডের পর কালান্দার পালিয়ে যান। পরে পুলিশ মুঠোফোন ট্র্যাক করে তাঁর অবস্থান সনাক্ত করে। এরপর পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে।